প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ
আমতলীতে জেলেদের মাঝে চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ
ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। রবিবার আমতলী পৌরসভার উদ্যোগে এ চাল বিতরন করা হয়। পৌর মেয়র মতিয়ার রহমান চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম। এ সময়ে মা ইলিশ শিকার, আহরন, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। রবিবার আমতলী পৌরসভার উদ্যোগে ৪’শ ৯৬ জন জেলেদের মধ্যে চাল বিতরন করা হয়। চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্ত, কাউন্সিলর জিএম মুছা, মোঃ হাবিবুর রহমান, আশ্রাফুজ্জামান রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সামকুল হক চৌকিদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন ও লিপি বিশ্বাস প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকারে বিরত থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছেন। ওই চাল জেলেদের মাঝে বিতরন করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.