প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সম্মাননা পেলেন কলাপাড়ার কাউন্সিলর বিথী

আপন নিউজ রিপোর্টঃ
উপকুলীয় অঞ্চলে দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ কলাপাড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর উম্মে তামিমা বিথী সিপিপি-র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে।
গত মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এ সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র দেয়া হয়।
জানাগেছে, গত ১৩ অক্টোবর ছিল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ওই দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ওসামানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান করেছেন। ওই অনুষ্ঠানে সারা দেশে দুর্যোগকালীন সময়ে সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫ জনকে সম্মামনা পুরুষ্কার দেয়া হয়। কাউন্সিলর উম্মে তামিমা বিথী দীর্ঘদিন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী কলাপাড়া উপজেলা সিপিপি’র সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। বন্যা, জলোচ্ছাস ও মহামারীসহ বিভিন্ন দুর্যোগে কাউন্সিলর উম্মে তামিমা বিথী অসামান্য অবদান রেখেছেন। তারই স্বীকৃতি স্বরুপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কাউন্সিলর উম্মে তামিমা বিথীকে উপকলীয় অঞ্চলের সিপিপির শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে মনোনিত করেন। শ্রেষ্ঠ সেচ্ছাসেবক হিসেবে মনোনিত হওয়ায় তাকে সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.