প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৯, ৩:৪৯ অপরাহ্ণ
কলাপাড়ায় বাৎসরিক ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় ঐতিহ্যবাহী খানকায়ে হামিদিয়ায় হযরত মাওলানা ওয়া মোর্শেদানা শাহ মো.ছামার আহম্মেদ সিদ্দিকী আল কোরায়েশী পীর ছাহেব জৌনপুরী (রহ.)এর বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোরবার (২৯ ডিসেম্বর) খেপুপাড়া জৌনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ময়দানে আসর বাদ থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল সম্পন্ন হয়।
দোয়ার আগে মাদ্রাসার ছাত্রদের পাগড়ী দেন।
কলাপাড়ায় বাৎসরিক ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত মাওলানা ওয়া মোর্শেদানা আলহাজ্ব শাহ মো.শামসুল আরেফিন সিদ্দিকী আল কোরায়েশী পীর সাহেব জৌনপুরী (ভারত) এর সভাপতিত্বে ওয়াজ নসিহত করেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়েকেরামগন। বর্তমান পীর সাহেব দেশ ও জনগণ সহ কলাপাড়ার সকল মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন। ওই দোয়ার মাহফিলে কলাপাড়া উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মেহমানগন উপস্থিত থেকে মাহফিল উপভোগ করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.