আপন নিউজ রিপোর্টঃ
জেল হত্যা দিবস ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেনের রোগমুক্তি কামনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো'র উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর কুয়াকাটা মকবুল শিকদার হাফেজী মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে সাবেক ওই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নিজে উপস্থিত থেকে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার ভাগাভাগি করে খান।
এসময় দোয়া মোনাজাতে আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।