প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ
কলাপাড়ায় পাবলিক লাইব্রেরি পূনঃস্থাপন

আপন নিউজ ডেস্কঃ
বুধবার ৪নভেম্বর প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কলাপাড়া বন্ধুসভা এ উপলক্ষে একটি ভালো কাজ করার উদ্যোগ নেয়া হয়। এক যুগেরও বেশি বন্ধ থাকা একটি লাইব্রেরি পূনঃস্থাপনের মধ্য দিয়ে কলাপাড়া বন্ধুসভা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদযাপন করে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বুধবার বেলা ১১টা কলাপাড়া শিল্পকলা একাডেমির একটি কক্ষে পূনঃস্থাপিত খেপুপাড়া পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আছাদ উজ্জামান খান,লাইব্রেরিয়ান ফিরোজ আলম, প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন, প্রভাষক কৃষিবিদ বিধান চন্দ্র সাহা,শিল্পকলা'র সদস্য মাহবুবুর রহমান আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজন,সাধারণ সমম্পাদক জাহানারা খান,সাংগঠনিক সম্পাদক রফিকুল রনি, বন্ধু সুনান, শান্ত, অন্তর, পলি, মারিয়া, স্বাধীন, জাকিয়া, মাহিম ও জিয়ান।
উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত খেপুপাড়া পাবলিক লাইব্রেরিটি নিজস্ব জায়গা না থাকায় কয়েক দফায় বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে তৎকালীন ভূমি অফিসের বারান্দায় থাকা লাইব্রেরিটি একেবারেই ধ্বংসের মুখে পরে যায়। লাইব্রেরিান ফিরোজ আলম ধুয়ে-মুছে কিছু বই এবং আসবাবপত্র তার নিজ বাসায় একযুগেরও বেশি সমময় আগলে রেখে পূনঃপ্রতিষ্ঠার দাবীতে দেন-দরবার করেও সাড়া মেলেনি কারও কাছ থেকে। অবশেষে প্রথম আলো বন্ধুসভা গত ১৪ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লাইব্রেরি পূনঃস্থাপনের দাবীতে স্মারকলিপি পেশ করা হলে অস্থায়ীভাবে শিল্পকলা একাডেমির একটি কক্ষে পূনঃস্থাপনের অনুমতি দেন। যার প্রেক্ষিতে বন্ধুসভার বন্ধুরা লাইব্রেরিয়ান ফিরোজ আলম'র সহযোগিতায় ২১৮টি বই ও একটি সেলফ নিয়েই যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহানারা খান লাইব্রেরিতে ৯৫টি বই উপহার দেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.