রিপোর্ট-চঞ্চল সাহাঃ
সাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য ট্রলার’র ধাক্কায় সাগরে পড়ে মো.জাহিদুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা থেকে অন্ততঃ ৯০ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে।
জেলেদের সূত্রে জানা গেছে, রবিবার সকালে সরোয়ার গাজীর মালিকানাধীন এফ,বি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। রাত ৮টার দিকে চট্রগ্রাম এলাকার একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম সাগরে তলিয়ে যায়। খোঁজাখুজির দু’ঘন্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে উল্লেখ করেন।