রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় স্বামীর সাথে অভিমান করে মোসা.জয়নব বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। মংগলবার রাত ১২ টার দিকে কলাপাড়া হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করার পর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। সে পৌরশহরের বাদুরতলী এলাকার মো.দুলাল মিয়ার স্ত্রী।
নিহত জয়নব বেগমের ভাই মো.লিটন জানান, স্বামী-স্ত্রী’র সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে ঘরে থাকা কীটনাশক খেয়ে সে মারা যায় ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আল-আমিন জানান, জয়নব কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা মূলতঃ ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।