প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ
আমতলীতে সিডর দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্দ্যোগে ভয়াল সিডর দিবস পালন করা হয়েছে। রবিবার এ দিন উপলক্ষ্যে শোক র্যালি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন করা হয়।
সিডরে নিহতদের স্মরনে আমতলী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শোক র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিম বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানি হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদার, বেসরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুসা, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদারের স লনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাসার বুুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক আহবায়ক পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির মাহমুদ, উদিচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আবু জিহাদ, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মনিরুজ্জামান সুমন আকন, আবদুল্লাহ আল মোমেন নিজাম, মহসিন মাতুব্বর, মাহবুব বিশ্বাস টিটু ও এইচএম কাওসার মাতবর প্রমুখ। সভায় বক্তারা সিডরের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.