প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ
কলাপাড়ায় দুর্ঘটনায় এক বৃদ্ধ মহিলা নিহত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়গন বিবি (৭৫) নামের এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক বিকেল ৪ টার দিকে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছ, নিহত জয়গন বিবি ঘটনার দিন বিকেলে নিজের বাড়ির উদ্দেশ্যে উপজেলার বালিয়াতলী থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা বড় বালিয়াতলী ইউনিয়নের তালুকদার বাড়ির আব্দুল বাতেন তালুকদারের নিজের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ঘটনায় স্থানীয় নিহত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। নিহত জয়গন বিবি উপজোলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুল আজিজ খানের স্ত্রী।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনার স্থানে পুলিশ পাঠানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.