বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: সালাম সিকদার আর নেই। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাস কষ্টজনিত জটিলতায় শুক্রবার সকাল অনুমান ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬১ বছর। তিনি দুই স্ত্রী, ৫ ছেলে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায়
ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পারিবারিক সূত্র।
উপজেলা আ’লীগ নেতা ও ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগের একাধিক বার নির্বাচিত সভাপতি, ত্যাগী-পরীক্ষিত আ’লীগ কর্মী আ: সালাম সিকদার’র মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান, উপজেলা মহিলা
আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আ’লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, শহর আ’লীগের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, ডালবুগঞ্জ ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন প্রশাসক অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার প্রমূখ।