প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২০, ৪:৫৪ অপরাহ্ণ
যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. সোহাগের অর্ধশতাধিক ফেস্টুন ছেড়ার অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের সৌজন্যে ঝুলানো অর্ধশত ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। বহু ফেস্টুন পানিতে ফেলা হয়েছে। উপজেলার বালিয়াতলী থেকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার পর্যন্ত সড়কে লাগানো এসব ফেস্টুন রবিবার রাতে ছিড়ে তছনছ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান এবং এ্যাডভোকে শামীম আল সাইফুল সোহাগের ছবি সংবলিত এসব ফেস্টুন ছেড়ার ঘটনাটি এখানকার তৃণমূলের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, রাতে কলাপাড়া থেকে একদল ক্যাডার মোটরসাইকেল পার্টি এসেছিল। তারা ছাত্রলীগের ক্যাডার বলে জানান কেউ কেউ। এচক্র তেগাছিয়া বাজার সংলগ্ন দক্ষিণ দিকের এক বাড়িতে স্বঘোষিত ছাত্রলীগের এক সশস্ত্র ক্যাডারের বাড়িতে নৈশ ভোঁজ করেছে। ওই চক্রটি এসব ফেস্টুন ছিড়েছে বলে দাবি করেছেন অনেকে। কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন জানান, যারা জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিড়তে পারে তারা আওয়ামী লীগ কিংবা অন্য কোন অঙ্গ সংগঠনের প্রকৃত কর্মী হতে পারেনা। এরা হাইব্রিড। অনুপ্রবেশকারী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন। কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন। এনিয়ে কলাপাড়া যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ রয়েছেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.