আপন নিউজ রিপোর্টঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলাপাড়া বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রবিবার (৬ ডিসেম্বের) কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় সরকারি এমবি কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কলেজ শাখা ছাত্রলীগ।
মিছিল শেষে কলাপাড়া সরকারি এমবি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বক্তাব্যে বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য বাংলাদেশের ঐতিহ্য , এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়ীত্ব। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জরিত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবী ও তীব্রনিন্দা জানান। এ ছাড়া, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন।