প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২০, ৩:০৭ অপরাহ্ণ
এ+পেয়েছে সিয়াম; সকলের দোয়া চেয়েছে পরিবার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী’ ২০১৯ পরীক্ষায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মোজাহারউদ্দিন বিশ্বাস বাড়ির বিশ্বাস আল মামুন বুলবুলের একমাত্র ছেলে বিশ্বাস আরিয়ানা আল সিয়াম এ+ পেয়েছে।
কলাপাড়া সরকারি মঙ্গলসুখ মডেল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী বিশ্বাস আরিয়ানা আল সিয়াম এ+ পেয়েছে।
বিশ্বাস আরিয়ানা আল সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবারসহ শুভানুধ্যায়ীরা।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.