বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) টিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রতিবন্ধীবান্ধব ঘর্ণিঝড় প্রস্ততি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার পৌরশহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়ন টিম লীডার এস,এম মোশাররফ হোসেন মিন্টু উপজেলা সিপিপি টিম লীডার মো. মোতালেব হাওলাদার, উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, ইন্সট্রাক্টও, উপজেলা রিসোর্স সেন্টার মোহাম্মদ ফিরোজ মিয়া, পিএসডির, হেলথ কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ প্রমুখ।
ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার আয়োজনে, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভলপমেন্ট (পিএইচডি’র) সহযোগীতায় প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, মো. শহিদুল ইসলাম তালুকদার এবং মো. সুমন হাওলাদার, দুই দিন ব্যাপী প্রশিক্ষণে টিয়াখালী ইউনিয়নের ৯টি ইউনিটে ৪৫ জন নারী স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেণ। প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকদেরকে ব্যাগ প্রদান হয়।