প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২০, ১২:২৬ পূর্বাহ্ণ
কলাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাস্থ্য বিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সুচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব।
সকাল ৬ টায় উপজেলা আওয়ামী লীগ’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে একে একে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আ'লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা আওয়ামী লীগেরর অহবায়ক অধক্ষ্য ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: দিদার উদ্দিন আহমেদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জোহর বাদ শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ দোয়া মোনাজাত, এতিমখানা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশনা এবং সন্ধ্যায় শেখ রাসেল অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বিবিসাব মঞ্চস্থ করা হয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.