বিশেষ প্রতিবেদকঃ
কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ: বারেক মোল্লা ও বিদ্রোহী মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদারের সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের ১৮ জন ও নৌকা প্রতীকের ০৮ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে আনোয়ার হাওলাদারের কর্মীরা মেলাপাড়া গ্রামে পোস্টার টানাতে গেলে নৌকা প্রতীকের কর্মী সর্মথকরা বাঁধা
প্রদানকেরে। এনিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের তিন শতাধীক সর্মথক উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০
শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বতমানে কুয়াকাটায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন নৌকার সর্মথক রফিকুল (৩৫), রাকিবুল (১৮), হাসিব (২৫), ইউসুফ (২৬), রাসেল (২২), আবু ছালেহ (১৮), শাহজালাল (৩৮) ও দুলাল (৩৫) এবং জগ সমর্থক আঃ রব মাঝী (৬০), আঃ হক মাঝী (৫৫), বারেক (৪০),
সেলিম বিশ্বাস (৫০), সোহেল (৩০), সগির মোল্লা (৩৫), আলী হায়দার (৩৫), আনোয়ার (৪২), রাসেল (২৪), লিমন (২০), আলামীন মাদবর (৩৫), আলামীন হাওলাদার (২৫), করিম (৪০), হোসেন (৩০), ইউসুফ (৩০), শাহআলম (৪০), আলাউদ্দিন (৪০) ও ফিরোজ (৩৮)।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ মাহামুদুল হাসান অপু বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে নৌকার মেয়র প্রার্থী আঃ বারেক মোল্লা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হাওলাদারকে দায়ী করে বলেন, বারবার সহিংস ঘটনা ঘটছে। আমি এর তীব্র
নিন্দা জানাই।
জগ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় আমার ১৮জন সর্মথক আহত হয়েছে। কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রভাবমুক্ত প্রচারণার সুযোগ নেই। আমরা এ বিষয়ে প্রশাসনের সহায়তা দাবি করছি।
মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।