প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ৬:১৭ অপরাহ্ণ
কলাপাড়ায় টমটম দুর্ঘটনায় চালক নিহত, যাত্রী আহত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় টমটম উল্টে গিয়ে চালক মোঃ দেলোয়ার মোল্লা (৪২) নিহত এবং টমটমে থাকা যাত্রী হেলাল চকিদার (৪৫) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী স্রুইজ এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দেলোয়ার মোল্লা উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন দক্ষিন আরামগঞ্জ সিকদার বাড়ীর উত্তর পার্শে বাড়ী হাকিম মোল্লা'র ছেলে। আহত হেলাল চকিদারের একই ইউনিয়নের দক্ষিন চরপাড়া গ্রামের বারেক চকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেগাছিয়া বাজার থেকে চেরাই করা কাঠ টমটম বোঝাই করে বাড়ি ফেরার পথে সাফাখালী স্রইজ এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ওই টমটম চালক ঘটনার স্থানেই নিহত হয় এবং গুরুতর আহত হয়। স্থানীয়রা টমটম যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.