প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ৮:৩০ অপরাহ্ণ
কলাপাড়ায় ঘর ও কম্বল তুলে দেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব

আপন নিউজ রিপোর্টঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘর উদ্বোধন এবং পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব (এ.পি.ডি) মো. মোকাম্মেল হোসেন ও বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
এসময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে খুশি বেগম লায়লাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘরের চাবি ফল ও কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো: ফিরোজ সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ও নীলগঞ্জ ইউনিয়ন পরিিষদের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন মাহমুদ প্রমূখ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.