প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২০, ৮:২৭ অপরাহ্ণ
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা; আহত-১, থানায় মামলা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রাসেল হাওলাদার (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় তার মা মোসাঃ হালিমা বেগম বাদী হয়ে স্থানীয় মো. বেল্লাল হাওলাদার (২৮), মো আরিফ হাওলাদার (২৩), মো. শুভ হাওলাদার (২২), মো. রাকিব গাজী (২২), মো. সোহেল গাজী (২৫) ও মো. সুলতান হাওলাদার (৬০) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নং ২০।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের সাথে পূর্ব শত্রুতার বিরোধ রয়েছে, ওই পূর্ব শত্রুতার জের ধরে কলাপাড়া পৌর শহরের নাচনাপড়া চৌরাস্তা এলাকায় আসামিরা তার উপর হামলা করে লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে জখম করে। এসময় রাসেল হাওলাদারের সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা রাসেল কে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.