রিপোর্ট-বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
বিজয়ের মাসে কলাপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আওয়াজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নড়েচড়ে উঠেছে। তীব্র শীতের প্রকোপে জনজীবনে এখন বইছে পৌর নির্বাচনের হাওয়া। কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বত্র চলছে এখন নির্বাচনী আলোচনা গুন্জন।।
আসন্ন কলাপাড়া পৌর সভা নির্বাচনে তারুণ্য নির্ভর কাউন্সিলর প্রার্থীদের সরব পদচারনা। ব্যানার ফেস্টুন ইংরেজী নুতন বছরের অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা লিফলেট বিতরনে প্রার্থীদের ততপরতা দৃশ্যমান।এ ধারাবাহিকতায় কলাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে ও চলছে ভোটের মাতম নির্বাচনী ভাবনা।বর্তমান সফল ওয়ার্ড কাউন্সিলর ক্লীন ইমেজের নির্মোহ ব্যক্তিত্ব হুমায়ুন কবির রয়েছেন সচেতন ভোটারদের পছন্দের শীর্ষে।বিশেষ করে আওয়ামী রাজনীতিতে পরিচ্ছন্নতার নির্মোহ স্বাক্ষর ইতোমধ্যে রেখে ফেলেছেন।।
বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক সৈনিক ২নং ওয়ার্ডের সম্মানীত সচেতন ভোটারদের আস্হাভাজন কাউন্সিলর প্রার্থী সাবেক কলাপাড়া উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির আসন্ন পৌর সভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
বিগত বিএনপি জামায়াতের জোট সরকার আমলে একাধিকবার হামলা ও মামলা নির্যাতনের শিকার সত মেধাবী পরিচ্ছন্ন নির্মোহ ব্যক্তিত্ব হুমায়ুন কবির ১৯৮৯ সালে ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য হন এরপর সাংগঠনিক মেধা শ্রম সময় দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক শক্তি বিকশিত করেন।স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে মাঠ কাঁপানো ছাত্র নেতা হুমায়ুন কবির সফল কাউন্সিলর হিসেবে ২নং ওয়ার্ডের সকল পেশার শ্রমজীবী পেশাজীবীদের আস্থার প্রতিক হিসেবে ইতোমধ্যে ব্যপক সুনাম অর্জন করে জনগনের সেবায় নিয়োজীত রেখে একজন সেবক হিসেবে নিজেকে জনগনের বন্ধু'র পরিচিতি লাভ করেছেন হুমায়ুন কবির।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে আসন্ন পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন মিডিয়া বান্ধব হুমায়ুন কবির। ১৯৯২ সালে কলাপাড়া উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হন। ১৯৯৮সালে কলাপাড়া উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। কর্মী বান্ধব হুমায়ুন কবির ২০০৩সালে কলাপাড়া উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হন।২০০৯সালের মাঝামাঝি সময় পর্যন্ত সভাপতি'র দায়িত্ব পালন করেন নিস্ঠার সাথে।একটানা বিরতিহীন ছাত্র রাজনীতির সাথে জড়িত হুমায়ুন কবির কলাপাড়া পৌর সভা নির্বাচনে প্রথমবারের মত ২নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন বিপুল ভোটের মাধ্যমে। কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র হিসেবে ও দায়িত্ব পালন করেছেন জনবান্ধন হুমায়ুন কবির।
শিক্ষিত পরিছন্ন মেধাবী জনবান্ধব হুমায়ুন কবির ২নং ওয়ার্ডে নজিরবিহীন উন্নয়ন করেছেন।করোনা মহামারী দুর্যোগে ওয়ার্ডবাসীকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও চিকিৎসা সহায়তা করেছেন। বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ মাদক ও সনত্রাস মুক্ত ২নং ওয়ার্ড বিনির্মানে সকল পেশার শ্রমজীবী পেশাজীবীদের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন। গরীব দুঃখী হতদরিদ্র মানুষের কাছে আস্থার প্রতিক হিসেবে ইতোমধ্যে হুমায়ুন কবির
নিজস্ব বলয় সৃস্টি করেছেন।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ২নং ওয়ার্ডে নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন সফল কাউন্সিলর হুমায়ুন কবির। ২নং ওয়ার্ডের অফিস মহল্লা ,নুতনবাজার,পুরান বাজার সহ সকল সড়ক পথ নুতন ভাবে উন্নীতকরন, অফিস মহল্লা -রহমতপুর সংযোগ সড়কের কালভার্ট নির্মান, কেন্দ্রীয় শহীদ মিনার,শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ, মুজিব মন্চ নির্মান,অফিস মহল্লায় ড্রেনেজ সুবিধার স্হায়ী করন,বিভিন্ন ধর্মীয় প্রতিস্ঠানে আর্থিক অনুদান, মহিলা কলেজের সীমানা প্রাচীর নির্মান হয়েছে হুমায়ুন কবির কাউন্সিলর থাকাকালীন সময়ে।
নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হুমায়ুন কবির। আসন্ন পৌর সভা নির্বাচনে ২নং ওয়ার্ডের তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলোর সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন জনবান্ধব হুমায়ুন কবির।।
মাছ বাজার,কাঁচাবাজার, মুরগী বাজার নুতন ভাবে নির্মানের পরিকল্পনা রয়েছে। করোনাকালে স্বাস্হ্যবীধি মেনে ওয়ার্ডবাসীকে চলাচল করার অনুরোধ জানিয়েছেন হুমায়ুন কবির। ২নং ওয়ার্ডের ব্যবসায়ী মহল শান্তিতে তাঁদের ব্যবসা বানিজ্য করছেন।কাউকে কোন চাঁদা দিতে হয় না।চাঁদাবাজ ওদখলবাঁজদের দৌড়াত্ব মুক্ত ২নং ওয়ার্ড এলাকা।।।
ওয়ার্ডবাসীর সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকার তরুনতুর্কী হুমায়ুন কবির।
কলাপাড়া পৌর শহরে একজন ভালো মানুষের প্রতিচ্ছবি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নির্মোহ ব্যক্তিত্ব জনবান্ধব কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির সকলের দোয়া কামনা করেছেন।
দুই কন্যা সন্তানের জনক, সহ-ধর্মিনী উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা কবির।
মানবতাবিপন্ন অসহায় মানুষের নির্ভীক বন্ধু হুমায়ুন কবির মুজিব শতবর্ষে সকলকে বিজয়ের মাসে বিপ্লবী অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা জানিয়েছেন ২নংওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির।