নিজস্ব প্রতিবেদকঃ
মহিপুরে প্রতিবেশীর কাছে পাওনা টাকা চাওয়ায় ফাইজুর রহমান (১৮) নামে এক পাওনাদারকে মারধর করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফাইজুর রহমান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্র ও প্রাইভেট শিক্ষক। গত এক বছর আগে সে প্রতিবেশী আব্দুস সালাম হাওলাদারের (৪০) ছোট ছেলে তরিকুলকে প্রাইভেট পড়ালেও আজ-কাল করে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি। আজ (শনিবার) সেই পাওনা টাকা চাইতে গেলে প্রতিবেশী আঃ সালাম টাকা দিবে না বলে সাফ জানিয়ে দেয় এবং পারলে আদায় করে নিতে বলে। পরে তাদের ভিতরে তর্কাতর্কির এক পর্যায়ে আঃ সালাম ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ফাইজুরের দিকে তেড়ে আসে এবং গাছের ভারী ডাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এসময় ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তীরা এসে ফাইজুরকে উদ্ধার করে। এতে সে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত ও যখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তা রিসিভ করা হয়নি।