প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২০, ১:৩০ অপরাহ্ণ
পাঁচ দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের স্মারকলিপি

বিশেষ প্রতিবেদকঃ
পাঁচ দফা দাবী পুরনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ স্মারকলিপি প্রদান করা হয়। তৃতীয় শেণি কর্মচারী পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন খান হেলাল ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এই স্মারকলিপিতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদানসহ পাঁচ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.