প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২০, ৪:২২ অপরাহ্ণ
কলাপাড়ায় জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দিয়েছেন আদালত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় মামলার আলামত হিসেবে জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট শোভন শাহারিয়ার। বুধবার বিকেল পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত এই ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের পুলিশ পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ, কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম, নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মামুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য, গত ১ নভেম্বরে মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে ওই জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল আটক করা হয়।
এই ঘটনায় ওই এলাকার রাসেল কে আসামী করে পায়রা বন্দরের পুলিশ পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আসামি রাসেল পলাতক রয়েছেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.