আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে বোনের জমি দখলের প্রতিবাদ করায় ৭৫ বয়সের বৃদ্ধ বাবা ইউসুফ আলী সিকদারকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পাষান্ড ছেলে। এ ঘটনায় পুলিশ ছেলে ইব্রাহিম সিকদারকে গ্রেফতার করে। রবিবার পুলিশ ইব্রাহিম সিকদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের ইউসুফ আলী সিকদারের মেয়ে আয়শা আক্তারের জমি ছেলে ইব্রাহিম সিকদার জোরপূর্বক দখল করে নেন। বাবা ছেলের এ জমি দখলের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ইব্রাহিম সিকদার শনিবার বৃদ্ধ বাবাকে বেধরক মারধর করে। পরে স্থানীয়ারা বৃদ্ধ বাবাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোন আয়শা বাদী হয়ে ওই রাতেই তালতলী থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই পাষন্ড ছেলে ইব্রাহিম সিকদারকে আটক করেন। রবিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বৃদ্ধ বাবা ইউসুফ সিকদার বলেন, মেয়ের জমি দখলের প্রতিবাদ করায় ছেলে আমাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, বাবাকে মারধরের ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। তাকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।