প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ
কলাপাড়ায় ছেলে বউকে ধর্ষণ চেষ্টার দায়ে শ্বশুর গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
ছেলে বউকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর সিদ্দিক মুসল্লীকে (৪৮) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার শেষ বিকালে কলাপাড়া থানা পুলিশ টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, রবিবার সকালে খালি ঘর পেয়ে সিদ্দিক মুসল্লী ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ডাক চিৎকার করলে পড়শিরা তাকে পাকড়াও করে উত্তম-মধ্যম দেয়। থানায় মামলা দায়ের হলে পুলিশ গ্রেফতার করে। ওই গৃহবধূর স্বামী দুই বছর ধরে সৌদি আরবে চাকরি করে আসছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.