প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২১, ৯:১৩ অপরাহ্ণ
কলাপাড়ায় মোটরসাইকেল সাইট না দেওয়ায় টলি গাড়ির ড্রাইভারকে মারধর

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় মোটরসাইকেল সাইট না দেওয়ায় টলি গাড়ির ড্রাইভার জাফর হাওলাদার (৩৫) কে মারধর করে জখম করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলার টিয়াখালী ব্রিজ উত্তর পাশে এ মারধরের ঘটনা ঘটেছে।
হাসপাতালে আহত জাফর হাওলাদার জানান, ঘটনার দিনে টলিতে ইট বোঝাই করে প্যাদার হাট যাচ্ছিল তিনি। এমন সময় পিছন থেকে মোটরসাইকেল যোগে আসা একই গ্রামের আবুল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (৩৫) তাকে মারধর করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এতে তার মাড়ির দুইটি দাঁত পড়ে যায়। মাড়িতে তেরোটি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনায় কলাপাড়া থানা একটি মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।
জাফর হাওলাদার উপজেলার ধানখালী ইউনিয়নের নন্দা গ্রামের সেকেন্দার হাওলদারের ছেলে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.