আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহনে মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জানুয়ারী প্রার্থীদের মনোনয় পত্র দাখিলের শেষ সময় নির্ধারণ হলেও বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। বৃহম্পতিবার বিকালে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে কলাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য সাবেক মহিলা (সংরক্ষিত) কাউন্সিলর উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য নিগার সুলতানা মিলি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের বিশ্বাস টুটুল, নাজেম পন্ডীত, গৌতম মন্ডল, নাজমুন নাহার রিমা, লাভলী গাজী, ফারদিন ইসলাম রুপ, বিশ্বাস রাফসান জানি রক্তিম প্রমূখসহ ৬নং ওয়ার্ড ভোটারেরা।