প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ
হাজী হুমায়ুন সিকদারই ধানেরশীষের চূড়ান্ত প্রার্থী; রবিবার মনোনয়পত্র দাখিল

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি থেকে মনোনীত চূড়ান্ত হয়েছেন ধানেরশীষ মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।
এর আগে কলাপাড়া উপজেলা বিএনপি থেকে হাজী হুমায়ুন সিকদারের নাম কেন্দ্রীয় বিএনপিতে পাঠানো হয়। বুধবার ১৫ জানুয়ারী দলের সিদ্ধান্তে হাজী হুমায়ুন সিকদারকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
রবিবার ১৭ জানুয়ারী সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ মোনাজাত করে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়পত্র দাখিল করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কলাপাড়া পৌরসভা নির্বাচনে তিনি ধানেরশীষ প্রতীক নিয়ে লড়বেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.