প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২১, ১২:১৭ পূর্বাহ্ণ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে ফের উম্মে তামিম বিথী’র পদে মনোনয়নপত্র দাখিল

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ফের মহিলা কাউন্সিলর পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে তামিম বিথী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার ১৭ জানুয়ারী বেলা ১২ টায় কলাপাড়া নির্বাচন অফিসার মো: আব্দুর রশিদ এর কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস, নজরুল ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে তামিম বিথী বলেন, আমার পরিবার একটি রাজনীতি পরিবার, বিগত দিনে সামাজিক সংগঠন ও উপজেলা মহিলা আওয়ামী লীগে কাজ করে যাচ্ছে, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বর্তমানে জনগণের নির্বাচিত কাউন্সিলর, নির্বাচনের পর থেকেই জনগণের সুখ দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচনে এবারও জনগণের ভোটে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হব-ইনশাআল্লাহ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.