প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২১, ৯:৫৪ অপরাহ্ণ
শার্শায় এক নারী চার কেজি গাঁজাসহ আটক

যশোরের শার্শা ছোট মান্দারতলা গ্রাম থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চার কেজি গাঁজাসহ মোছাঃ মনি আক্তার (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করে শার্শা থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মোছাঃ মনি আক্তার হলেন, যশোর কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর আমড়াতলা গ্রামের মোঃ আব্দুল আজিজ খাঁনের মেয়ে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ শিমুলতলা মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোছাঃ মনি আক্তার নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (২০ ডিসেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.