প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২১, ৫:০২ অপরাহ্ণ
ভিজিএফর ৫৮০ কেজি চাল আত্মসাত; কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ভিজিএফএর চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের (ইপ-১ অধিশাখা) ২০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতকে বরখাস্ত করা হয়। সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলার ১ নং চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের বিরুদ্ধে ভিজিএফএর ৫৮০ কেজি চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী চেয়ারম্যানতে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের ৭ আগস্ট পুর্ব-চাকামইয়া গ্রামের জালাল চাকরের বাড়ির পুকুর এবং অপর একটি বাড়ি থেকে উপজেলা প্রশাসন ১৫ বস্তা ভিজিএফএর চাল এবং পুকুর থেকে ১০টি খালি বস্তা উদ্ধার করেন। গ্রেফতার করা হয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও তার এক সহযোগী জামালকে। তখন ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়ারম্যানকে বরখাস্তের খবরটি সর্বত্র আলোচিত হচ্ছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.