প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২১, ৬:০৯ অপরাহ্ণ
কলাপাড়ার মসজিদে মসজিদে স্বতন্ত্র মেয়র প্রার্থী’র বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র মনোনয়ন পত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষনা করায় পৌরশহরের সকল জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২জানুয়ারী) জুম্মাবাদ পৌরশহরের ৩৯টি জামে মসজিদে জুম্মা নামাজ শেষে একযোগে এ বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পূর্ব ধর্মীয় বয়ান শেষে প্রতিটি মসজিদের ইমাম গন দিদার উদ্দিন আহমেদ মাসুম’র দোয়া দরখাস্তের চিঠি মুসুল্লীদের পড়ে শোনান। এতে প্রতিটি মসজিদে জুম্মার নামাজ পড়তে আশা শত শত মুসুল্লী স্বতস্ফুর্ত ভাবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুমের আবেদনে সাড়া দিয়ে বিশেষ এ মিলাদ ও দোয়া মোনাজাতে অংশ নেয়।
এর আগে ১৯ জানুয়ারী কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, পটুয়াখালীতে বাছাই সম্পন্ন হয়। জেলা রিটার্নিং অফিসার মো: জিয়া উদ্দীন খলিফা স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ’আমি একজন মানুষ হিসেবে মহান সৃষ্টি কর্তার উপর পূর্ন আস্থা ও বিশ্বাস রাখি। নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করায় আমি শুকুর আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। আমি মেয়র পদে নির্বাচন করতে সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া ও সমর্থন চাই। যাতে মহান সৃষ্টিকর্তা আমাকে কলাপাড়া পৌরবাসীর সেবা করার সুযোগ করে দেন।’
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.