প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ সম্পাদকের পিতাকে হুমকি; থানায় জিডি

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক এস এম ইলিয়াস জাবেদের পিতা মো: রাজু মৃধা (৫৬) কে মোবাইল ফোনে হুমকি দিয়েছে একটি কুচক্রী মহল। গত ২১ জানুয়ারী রাত ১০:১৬ মি: সময় রাজু মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে তাঁর আপন বড় ভাইয়ের ছেলে ফজলুল করিম পাভেল মৃধা তাঁর ব্যবহৃত ০১৫৫০০৪১৮৯৫ নং দিয়ে মোবাইল থেকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে ঘটনার রাতেই কলাপাড়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। ডায়রী নং ৯৩৯/২১/০১/২০২১ ইং। রাজু মৃধা জানান, হুমকি দাতা ফজলুল করিম পাভেল মৃধার সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে সে প্রায়ই আমাকে গালমন্দ, মিথ্যা মামলা ও হামলার ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনার দিন মোবাইল ফোনে ওই নম্বর থেকে সে আমাকে এই বলে জোড় হুমকি দেয় যে, সে আমাকে খুন করে আমার সাথে বুঝ করার জন্য দশ লক্ষ টাকা বাজেট করেছে। আমি তাঁর উক্ত হুমকীতে সর্বদা ভয়েভীত আছি এবং সীমাহীন নিরাপত্তাহীনতায় ভ‚গতেছি। উল্লেখ্য পাভেল মৃধা তালতলী উপজেলার পরিসংখ্যান অফিসার হিসাবে কর্মরত আছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.