প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২১, ১:১৪ অপরাহ্ণ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে ধানেরশীষ প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের কর্মীসভা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত ধানেরশীষ মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টায় নিজ বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এই কর্মীসভায় মোজাম্মেল হক মুন্সী সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল হক মন্সী, হাজী বাবুল, সেলিম হাওলাদার, হেমায়েত হোসেন সাকিব, মাওলানা আউয়াল, আবু জাফর সিকদার, সাকু সিকদার, আইয়ুব আলী সিকদার, আতিউল্লাহ সিকদার, জাকির হোসেন সিকদার। বক্তব্যরা ধানেরশীষ প্রতীক নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপি মনোনিত ধানের শীষ মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার বলেন, এটি আমার শেষ নির্বাচন, কলাপাড়া পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে নিজের বাড়ি থেকে এনে টাকা খরচ করেছি, পৌরসভার একটা টাকাও ধরিনি, এমন কোন পাপ বা কাজ করিনি মানুষ আমাকে বঞ্চিত করবে, মানুষের কাছে গেলেই বুঝবেন।
মানুষের কাছে গিয়ে আমার জন্য ভোট চাইবেন, নিরপেক্ষভাবে ভোট হবে জনগণ ভোট দিতে পারে-ইনশাল্লাহ জয় হবে।
কর্মী সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভা ও মিলাদ সিকদার বাড়ির লোকজনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.