প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কলাপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম'র সমর্থক রাকিবুল ইসলাম দীপ্ত (২৫) কে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের কুমারপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা দীপ্ত কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত জানান, নিজ মোটরসাইকেল যোগে আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে তার ওপর হামলা করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: অনুপ কুমার সরকার বলেন, হাতের বাম পাশ, পিছনে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অফিসের কাজে পটুয়াখালীতে আছি, তবে ঘটনা শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.