প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ
কলাপাড়া পৌর নির্বাচন; নৌকা মার্কা প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের নির্বাচনী উঠান বৈঠক পৌরসভার ২নং ওয়ার্ডে মিনি মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাবুবুর রহমান আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নির্বাহী কমিটির সাংগঠনিক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, যুবলীগ সভাপতি আডভোকেট সাইদুর রহমান সাইদ, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল আলম সুজন, সাবেক যুগ্ম আহবায়ক সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মহসিন উদ্দিন হিমন, ছাত্রনেতা গাজী সাবিদ উল ইসলাম হাসিব, আল মামুন আজিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, কলেজ শাখার সাধারণ সম্পাদক অমি গাজী প্রমূখ।
উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ পৌরবাসী উপস্থিত ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.