প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ
কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম; চাউল না পেয়ে ফিরে গেছে ১১ জন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম হয়েছে। চাউল না পেয়ে ছেড়ে গেছে কার্ডধারী ১১ জন ভুক্তভোগী। এছাড়াও ৩০ কেজির চাউলের বস্তায় ১৫-২০ কেজি করে দেয়া হচ্ছে বলে এমন অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দের বিরুদ্ধে।
সোমবার ১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি এ চাউল বিতরণ করা হয়। এ বিতরণে বস্তায় চাউল কম দেয়া অভিযোগ রয়েছে।
খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের একটি টিম পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাকামইয়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরণে নানা অভিযোগ রয়েছে। চাউল দেয়ার শেষ পর্যায়ে কার্ডধারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহেল গাজী স্ত্রী মোছাম্মদ ময়ূরী কার্ড নং-১৭৮. ইমাদুলের স্ত্রী শিরিনা, কার্ড নং-১৭১, আবু জাফর গাজীর স্ত্রী এলিজা বেগম, কার্ড নং-১৮৬, সত্তার গাজীর স্ত্রী শামসুর নাহার বেগম, কার্ড নং-১৮০, খাইরুল এর স্ত্রী লাইলী বেগম, কার্ড নং-৯২ সহ ১১ জন চাউল পাইনি। তবে ওই পরিষদে দেখা গেছে দুই থেকে তিন কেজি করে ৮টি চাউলের বস্তা রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে এ ভাবে ছোট ছোট বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমালে পরিষদ তালাবদ্ধ করে ইউপি সদস্যরা ছিটকে পড়ে। তার জন্য তাদের বক্তব্য নেওয়া হয়নি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.