আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আঁচল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ, আমতলী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ খাঁন (৭৫) বুধবার বেলা পৌনে ১২ টার সময় পৌর শহরের টিএন্ডটি সড়কের নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ..... রাজেউন)। তিনি দীর্ঘদিন ডায়েবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেলে আমতলী সরকারী কলেজ মাঠে তার প্রথম এবং সন্ধ্যায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ী মহিষডাঙ্গা পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।