প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ
কলাপাড়ায় বালু বোঝাই ট্রাক চাপায় জাহাজ বাবুর্চি নিহত; আহত ২

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় বালু বোঝাই জাম্প ট্রাক চাপায় বালুবাহী জাহাজের বাবুর্চি জাহাঙ্গীর হোসেন (৪৫) মারা গেছেন। আহত হয়েছে মোটরসাইকেল চালক মোঃ আরিফ ও আরোহী রাসেল। উপজেলার লালুয়ার মেড়াউপাড়া গ্রামে পায়রা বন্দর পুনর্বাসন প্যাকেজের এক নং জেটিঘাটে বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে আরিফকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর গ্রামে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ অফিসার গিয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, বালুবাহী দশ চাকার জাম্প ট্রাককে ক্রস করার সময় ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.