প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন ও কুয়াকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন

আপন নিউজ রিপোর্টঃ
কুয়াকাটায় এলজিইডির পরিদর্শন বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান এ বাংলো কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া পটুয়াখালী পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত ছিলেন। এলজিইডি সূত্রে জানা গেছে, বহুতল এ পরিদর্শন বাংলোটির আপাতত তিন তলা পর্যন্ত করা হচ্ছে। সাত কোটি টাকা ব্যয় এ ভবনটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। প্রধান প্রকৌশলী কুয়াকাটাগামী বিকল্প সড়কের আন্ধারমানিক নদীর উপর বাস্তবায়নাধীন বালিয়াতলী পয়েন্টে সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শণ করেন, এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দীন, মোঃ আলী আখতার হোসেন, মোঃ ওয়হিদুর রহমান, মোঃ মোখলেসুর রহমান, মন্মথ রঞ্জন হাওলাদারসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি এ সেতুর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন। এবং আগামি মার্চ-এপ্রিল মাসে সেতুটি জনগণের চলাচলের জন্য খুলে দেয়ার সম্ভাবনার কথা জানালেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.