আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার একে মডেল সরকারী হাই স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক ও ইউনিসেফের যৌথ উদোগে নন্দিনী হাইজিন কর্নারের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কর্নারের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।
আমতলী উপজেলা নিবাহী অফিসার মোসাঃ মনিরা পারভীনের সভাপতিত্বে নন্দিনী হাইজিন কর্নারের সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন চিকিৎসক ফারজানা আক্তার দিনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,মোঃ আখতারুজ্জামান বাদল খান ও ইউনিসেফ প্রতিনিধি মোঃ ফোরকান প্রমুখ। প্রধান অতিথি জেলা প্র্শাসক মোঃ মোস্তাইন বিল্লাহ তার বক্তব্যে বলেন মাসিককালীন সময়ে মেয়েরা শারীরিক ভাবে খুবই ঝুঁকির মধ্যে থাকে। এ বিষয়ে আমাদের দেশের মেয়েদের তেমন শিক্ষা নেই। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। শিক্ষার পাশাপাশি এটাও একটি স্বাস্থ্য বড় শিক্ষা। স্বাস্থ্য ভালো তো সব ভালো। পরিস্কার পরিচ্ছন্ন থেকে নিয়মিত স্বাস্থ্য সচেতন হতে হবে।