প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২১, ৪:১০ অপরাহ্ণ
কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট

চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ৫/৬ জনের একদল মুখোশধারী দুবৃর্ত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিক মো.কামাল বেপারী। সে একজন ওষুধ ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাড়ীর দড়জা তেমন ভাল ছিল না। দুর্বৃত্তরা ওই দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ীর মালিকের ভাষ্যঅনুযায়ী নগদ ৩৭ হাজার টাকা সহ মহিলাদের কানের দুল, আংটি এবং মোবাইল সেট নিয়ে যায়। তবে স্বর্নের পরিমান কতটুকু ছিল তা তিনি বলতে পারেনি।
বাড়ীর মালিক মো.কামাল বেপারী জানান, দুর্বৃত্তরা মুখোশ পড়া বিধায় চিনতে পারেনি। তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা স্বর্নালংকার ও মোবাইল সেট লুট করে নেয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.