প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ৭:০৯ অপরাহ্ণ
কলাপাড়ায় করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের ভয়; কেউ কেউ ছড়াচ্ছে বিভ্রান্তি

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভ্যাকসিন নিতে এখনো মানুষের মধ্যে বিভ্রান্তি কাজ করছে। প্রতিদিন শতশত মানুষ কলাপাড়া হাসপাতালে ভ্যাকসিন নিতে ভীড় করলেও বেশীর ভাগ মানুষ নিজেদের অজানার কারনে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। অজানা মানুষদের মধ্যে শ্বাসকষ্ট কিংবা উচ্চরক্তচাপ জনিত রোগীদের সংখ্যাই বেশী। তাদের ধারনা এসব রোগীরা এ ভ্যাকসিন নিলে তারা আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। এদের অধিকাংশ মানুষ কলাপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকার অধিবাসী। তাদের বিভ্রান্তি কাটাতে স্থানীয়ভাবে তেমন কোন প্রচারনা না থাকায় ভীতির মধ্যেই থেকে যাচ্ছে সমাজের একটি বড় অংশের মানুষ। আবার অনেক’কে বলতে শোনা গেছে, ভ্যাকসিনের কোন প্রয়োজন নেই, বালা আল্লাহ দিছে ,আল্লাহই নিবে। আবার এমনও মানুষ পাওয়া গেছে, কলাপাড়ায় ভ্যাকসিন দেয়া হচ্ছে তা তাদের জানা নেই।
অপরদিকে, ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করতে পুলিশ, কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সেবা অব্যাহত রাখলেও অনেকে এটাকে ভীতি কিংবা ঝামেলা মনে করেও আগ্রহী হচ্ছেন না করোনার এ ভ্যাকসিন নিতে। এতে উপজেলার জন সংখ্যার একটি বড় অংশ নিজেদের বিভ্রান্তির কারনে করোনার এ ভ্যাকসিন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকার অভিজ্ঞমহল ।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অধিবাসী মো.জালাল মোল্লাার সাথে কথা হয় করোনার এ ভ্যাকসিন দেয়া নিয়ে তিনি বলেন’ এলাকায় ভ্যাকসিন দেয়া হচ্ছে কিংবা মাইকিং করে জনিয়ে দেয়া হয়েছে তা তিনি শোনেননি।
জুলফিকার আলী তালুকদার নামের এক ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজেও শ্বাসকষ্টের রোগী । তাঁর ধারনা এ রোগীরা এ ভ্যাকসিনের আওতার বাইরে কিংবা এ রোগীরা করোনার ভ্যাকসিন নিতে পারেন না।
এ দিকে ,উপজেলার লালুয়া ইউনিয়নের অধিবাসী আবদুল হাসান জানান, করোনা একটি বালা ,আল্লাহই বালা দেয় ,আবার আল্লাহই নেয়। তিনি নিজেও ভ্যাকসিন নিতে রাজী নন বলে উল্লেখ করেন।
এদিকে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, করেনার ভ্যাকসিন নিতে প্রতিদিন মানুষের আগ্রহ বাড়ছে। পৌর এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের মানুষ আসছে ভ্যাকসিনের জন্য। এ উপজেলায় প্রথম ধাপে ৭ হাজার ৪৩০ জনকে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ৭ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত রেজিষ্টেশনকৃত ৩ হাজার ৬৭৯ জনের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এদের মধ্যে পুরুষ ২ হাজার ৫৪৩ জন এবং মহিলা ১ হাজার ১৩৬ জন। এ তথ্য সংশ্লিষ্ট সূত্রের।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.