প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ
কলাপাড়ায় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশের একটি জনপ্রিয় "দৈনিক আমাদের কন্ঠ" ১৩ শেষ করে ১৪ তে পর্দাপণ করলো।
দেশব্যাপী কর্মসূচির অংশহিসাবে কলাপাড়ায় আলোচনা, দোয়া-মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয় সোমবার (১মার্চ) পত্রিকাটির কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ধানখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ’র সহকারী অধ্যাপক সাংবাদিক চঞ্চল সাহা, কলাপাড়া রির্পোটার্স ক্লাব’র সভাপতি এস.কে রঞ্জন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা সভাপতি এইচ আর মুক্তা। কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাও: আসাদুজ্জামান ইউনুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক শরিফুল হক শাহীন, সদস্য এ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, কলাপাড়া রির্পোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অর্থ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক আরিফ সিকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের এস এম ইলিয়াস জাবেদ, মাও: মোস্তাফিজুর রহমান, মাইনুদ্দিন আল আতিক ও মো. জুলহাস মোল্লা প্রমুখ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো: নূরুল আমিন। আলোচনা শেষে কেক কেটে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত সুধিবৃন্দ দৈনিক আমাদের কন্ঠের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.