প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ
কলাপাড়ায় নিজেদের জমিতে সীমানা দিতে গিয়ে হামলার শিকার দুই ভাই

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় নিজেদের জমিতে সীমানা দিতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই ভাই। উপজেলা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ইউসুফ আলী হাওলাদার বড় ছেলে বাবুল হাওলাদার (৫০) ও ছোট ছেলে আব্দুল রহমান (৩৮) কে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
হাসপাতালে আহত বাবুল হাওলাদার জানান,
বাদুরতলী এলাকায় ছোট ভাইকে নিয়ে নিজদের জমি মাপ ও সীমানা দিতে যাই, এ সময় জমির সীমানা নিয়ে বিরোধকারী মামুন হাওলাদার, হারুন হাওলাদার, নজরুল হাওলাদার, রাব্বি ও সাদ্দামসহ ৮/৯ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.