প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ
আমতলীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার তারিকাটা তালুকদার বাড়ীতে মঙ্গলবার আলহাজ্ব আপ্তাফ উদ্দিন তালুকদার এবং বেগম নুরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। ডাঃ মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের অর্থায়নে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মেহজাবিন মেমোরিয়াল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু ইউসুফ তালুকদার। বরিশাল ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শামীম আহম্মেদ ও ডাঃ ইভা বিশ্বাস এক হাজার রোগীর চক্ষু চিকিৎসা দেন। পরে ওই ক্যাম্প কর্তৃপক্ষ বিনামুল্যে এক’শ জন চোখে ছানি, ১৫ জন নেত্রনালী ও ১০ জন চোখে মাংস বৃদ্ধি রোগীকে বিনামুল্যে অপারেশনসহ চিকিৎসা সেবা দিতে বরিশাল ইস্পাহানী চক্ষু হাসপাতালে নিয়ে যান। ক্যাম্পে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আবু জাফর, ক্যাপ্টেন মোঃ হারুন অর রশিদ ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল প্রমুখ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.