প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
৯৯৯এ ফোন করে কলাপাড়ার স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ উদ্ধার

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার নীলগঞ্জ আবাসনের জেলে সিরাজ হাওলাদারের মেয়ে জায়েদা বেগম (৩০) পাষণ্ড স্বামী বাবুল মৃধার নির্যাতনের শিকার ৯৯৯এ ফোনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২ টায় এ অমানুষিক নির্যাতন করা হয়।
তার মা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষন পরে পার্শ্ববর্তী উপজেলার আমতলী থানার পুলিশ এঘটনার স্থানে গিয়ে দুই সন্তানের গৃহবধূকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর তাঁর পরিবার তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে কলাপাড়া হাসপাতালে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার মা রাশেদা জানান, মানুষের বাড়ি বাড়ি কাজ করে ১৫ হাজার টাকা, স্বর্ণ সহ বিভিন্ন মালামাল দিয়ে আমতলীর খুড়িয়া খেয়াঘাটের চন্দন মৃধার ছেলে বাবুল মৃধার সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে দিয়েছি। তার দুটি সন্তান রয়েছে, ছেলে তামিম (৭) ও মেয়ে তায়িবা (৫)।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে সালিশি করা সত্ত্বেও কিছুতেই এই নির্যাতন থামছে না। সর্বশেষ মঙ্গলবার স্থানীয়দের মাধ্যমে জানতে পারে তার মেয়েকে মারধর করে ঘরের আর সাথে বেঁধে রাখে, এ খবরে অনেকের সহযোগিতা চাওয়া হলো সহযোগিতা না পেয়ে তিনি ৯৯৯ এ নাম্বারে ফোন দিলে আমতলী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
পরে তার মেয়েকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: মো: ইকবাল হোসেন বলেন, শরীরে বিভিন্ন স্থানে মারধর চিহ্ন রয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.