প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৫:০৪ অপরাহ্ণ
কলাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী আটক

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহ পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে মো.শফিউদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মংগলবার সন্ধ্যা সাতটার দিকে পৌরশহরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই দিন রাতে গৃহ পরিচারিকা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, ১৭ বছরের ওই নারী বিভিন্ন বাসা-বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করে আসছে। তাকে ফুসলিয়ে শফিউদ্দিন পশু হাসপাতাল সংলগ্ন একটি দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। এতে গৃহপরিচারিকা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ব্যারিকেট দিয়ে গৃহ পরিচারিকাকে উদ্ধার করে শফিউদ্দিনকে পুলিশে সোপর্দ করে। শফিউদ্দিন পশু হাসপাতাল সংলগ্ন মৃত ডা.আবুল কাশেমের ছেলে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.