প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
বেনাপোলে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী আটক

যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে নাজমুল হাসান অপু (২৮) নামে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক নাজমুল হাসান অপু বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রাপ্ত আসামী নাজমুল হাসান অপু গোপনে এলাকায় ফিরে বিচরণ করছে। এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর জানান, আটক আসামীকে বিচারার্থে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.