প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ
শার্শায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-১

যশোরের শার্শা সীমান্তে ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য'রা। আটক মোহাম্মদ আলী বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে শার্শার শিকারপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
৪৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক পাচারের গোপন খবরে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুরের নেতৃত্বে নারকেল পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.